ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭ আশ্রয় কেন্দ্র প্রস্তুত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭ আশ্রয় কেন্দ্র প্রস্তুত 

পিরোজপুর: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭ আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।  

জেলার সাতটি উপজেলায় মোট ৪০৭টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন।

এর মধ্যে ২১৩টি সরকারি ও ১৯৪টি মাল্টি পারপাস আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে দুই লাখ লোক আশ্রয় নিতে পারবে। এছাড়া মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সদস্যরা কাজ করবে।  

জেলায় মোট আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া মোট ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া  সেবা দিতে ১৭০০ সিপিপি সদস্য ও ৩৫০ জন স্কাউট সদস্য কাজ করবেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে মোখা মোকাবিলায় আয়োজিত প্রস্তুতি সভা এসব তথ্য জানানো হয়।  

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান এতে সভাপতিত্ব করেন।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।