ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঝলমলে রোদেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ঝলমলে রোদেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়: সূর্যের ঝলমলে রোদ ও উষ্ণতার মধ্যেও পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায়ও তাপমাত্রা একই রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস বলছে, জেলার একেবারে কাছে হিমালয় পর্বত হওয়ায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সঙ্গে বইছে হিম বাতাস।

পঞ্চগড়ের ধাক্কামারা এলাকার আসলামদ্দীন বাংলানিউজকে বলেন, আগের তুলনায় অনেকটাই কমেছে কুয়াশার পরিমাণ। তবে পাহাড়ি বাতাসের কারণে শীতের অনুভূতি একটু বেশি। একই কথা জানান ওই এলাকার আমিরুল ইসলাম।

কমলাপুর এলাকার জব্বার আলী বাংলানিউজকে বলেন, গরিব হওয়ায় রাতে গরম কাপড়ের অভাবে আমাদের অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, তাপমাত্রা বাড়লেও এ জেলার ওপর দিয়ে পাহাড়ি হিম বাতাস বহমান রয়েছে। এর কারণে কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।