ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঘূর্ণিঝড় রেমাল: পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ২৫, ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল: পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

পটুয়াখালী: বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাব ও সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’র প্রভাব মোকাবিলায় ও সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক (ডিসি) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. কবির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার যোবায়ের আহাম্মেদ প্রমুখ।

 

এ সময় ডিসি নুর কুতুবুল আলম বলেন, জেলায় ৭০৩টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রয়েছে। জেলায় ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত রয়েছে। ৭৩০ মেট্রিক টন চাল,  ১০ লাখ টাকার শিশু খাদ্য, ১০ লাখ টাকার গোখাদ্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শুকনো খাবার রয়েছে দেড় হাজার প্যাকেট। নগদ টাকা রয়েছে ২৪ লাখ ৭ হাজার ৫০০ টাকা। জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে ৮ হাজার ৭৬০ জন। জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।