নীলফামারী: নীলফামারীর ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) ভোরে উপজেলার মধ্যম সুন্দর খাতা এলাকায় বুড়িতিস্তা নদীর মূল বাঁধের প্রায় ৬০ মিটার অংশ ভেঙে গেলে এসব গ্রাম প্লাবিত হয়।
এলাকার লোকজন জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরোনো ওই বাঁধটি ভেঙে যায় এবং লোকালয়ে হু হু করে পানি প্রবেশ করে। এতে সেখানকার ঘরবাড়িতে পানি ওঠাসহ আমনের বীজতলাসহ আবাদি জমি তলিয়ে গেছে। অনেক লোক পানিবন্দি হয়ে পড়েছেন। রাতে বৃষ্টিপাত হলে আরও অনেক এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় ওই এলাকার অন্তত এক হাজার বিঘা আবাদি জমি সাময়িক পতিত হয়ে পড়বে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে। সে হিসেবে কৃষি বিভাগ প্রস্ততি রেখেছে।
এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে পুরোনো এই বাঁধটি আমাদের আওতায় কিনা এ ব্যাপারে সংশয় আছে। কাগজপত্র দেখে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলে সতর্ক রয়েছে নীলফামারী পাউবো কর্মকর্তা ও কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এসআরএস