নীলফামারী: উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে প্রচণ্ড গরম পড়েছে। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এর মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়ায় ভোগান্তি চরমে উঠেছে। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বৃহস্পতিবার (২৯ আগস্ট) ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। কয়েকদিন ধরে চলছে এমন আবহাওয়া। বেশ কয়েকদিন এ জনপদে বৃষ্টিপাত না হওয়ায় গরম পড়েছে অনেক।
এদিকে ভাদ্রের এ গরমে কৃষকরা বৃষ্টিপাতের অভাবে ধানের চারা লাগাতে পারছেন না। তবে কোনো কোনো স্থানে গভীর ও শ্যালো মেশিনে সেচ দিয়ে আবাদের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এসআই