ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘আসনা’ শক্তি হারিয়ে সাগরেই নিম্নচাপে পরিণত হবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
ঘূর্ণিঝড় ‘আসনা’ শক্তি হারিয়ে সাগরেই নিম্নচাপে পরিণত হবে 

ঢাকা: আবর সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আসনা’ দুর্বল হয়ে পড়বে সাগরেই। তারপর এটি প্রথম গভীর নিম্নচাপ পরবর্তীতে আরো দুর্বল আকারে স্থলভাগে উঠে আসবে।

রোববার (০১ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।  

দেশটির আবহাওয়া বিজ্ঞানী ড. আনন্দ কুমার দাশ জানিয়েছেন, উত্তর আরব সাগর থেকে এটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

আজ সন্ধ্যায় এটি গভীর নিম্নচাপে এরপর সোমবার (০২ সেপ্টেম্বর) সকালের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানান তিনি।

আসনার প্রভাবে ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে ঝড়-বৃষ্টি হতে পারে।

এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, ৩ ও ৪ সেপ্টেম্বরের দিকে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪

ইইউডি/এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।