ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মে মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের আভাসও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, এপ্রিল ৩০, ২০২৫
মে মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের আভাসও

ঢাকা: এপ্রিলকে সবচেয়ে উষ্ণতম মাস বলা হলেও এবারের গরম তেমন দাপট দেখায়নি। তবে মে মাসের থার্মোমিটারের পারদ ওঠে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

বুধবার (৩০ এপ্রিল) এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এসএম কামরুল হাসান জানান, মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১-২ টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩-৫ দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে।

এছাড়া মে মাসে দেশের কোথাও কোথাও ১-৩টি মৃদু মাঝারি এবং ১-২টি তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলো স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।

 
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।