ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

আসছে আরেকটি নিম্নচাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, জুন ২, ২০২৫
আসছে আরেকটি নিম্নচাপ ফাইল ফটো।

ঢাকা: একটি নিম্নচাপের ধকল কাটিয়ে না উঠতেই আরেকটি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে।

 

সোমবার (০২ জুন) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।

মে মাসের শেষভাগে এসে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে বাংলাদেশ হয়ে ভারতের আসাম, মেঘালয়ে গিয়ে দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে গত কয়েকদিন ধরেই দেশে এবং ভারতের সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলোতে অতিভারী বৃষ্টি হচ্ছে। এতে দেশের অভ্যন্তরে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ধকল কাটিয়ে না উঠতেই আরেকটি নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জুনে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এছাড়া এ মাসে দেশে ছয় থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। আবার জুনে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে পুরো জুনে দৈনিক গড় বাষ্পীভবন থাকবে তিন থেকে পাঁচ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণ থাকবে চার থেকে ছয় ঘণ্টা।

ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।