ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সাহারার উৎপত্তি সাত মিলিয়ন বছর আগে!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪
সাহারার উৎপত্তি সাত মিলিয়ন বছর আগে!

ঢাকা: সাহারা মরুভূমির উৎপত্তিকাল সম্পর্কে পূর্ব ধারণা ভেঙে দিয়েছে নতুন একটি গবেষণা।

গবেষকরা বলছেন, সাহার‍া মরুভূমির উৎপত্তি হয় আনুমানিক সাত মিলিয়ন বছর আগে।



অতীতের সাধারণ ধারণা ছিল উত্তর আফ্রিকা মরুভূমিতে পরিণত হয় প্রায় তিন মিলিয়ন বছর আগে।

সম্প্রতি বিশেষজ্ঞরা একটি জার্নালে তাদের গবেষণা প্রতিবেদনে বলেন, তিন মিলিয়ন নয়, মরুভূমির বালু পরীক্ষা করে দেখা গেছে এর বয়স আনুমানিক সাত মিলিয়ন বছর।

পরিবেশ পরিবর্তনের ধারা অনুযায়ী, আরবের উপদ্বীপের আয়োতন বর্তমানের তুলনায় অনেক বড় ছিল। যার অনেকটাই তিথেস সাগর হ্রাস করেছে।

গবেষণা সহযোগী নরওয়ের পরিবেশ বিশেষজ্ঞ ডা. জোংসি জাং প্রতিবেদনে বলেন, এ অঞ্চলের বালু সাত মিলিয়ন বছরের পুরোনো।

তবে ভিন্ন একটি গবেষণা থেকে ধারণা করা হচ্ছে বালুর বয়স আট মিলিয়ন বছর। তবে জাং বলছেন, তার কাছে সঠিক প্রমাণ রয়েছে। জাং’র দল উত্তর আফ্রিকার ওই অঞ্চলের বিভিন্ন জমি আলাদা আলাদ‍া করে পরীক্ষা করেছে। ধারণা করা হচ্ছে, এক সময় তিথেস সাগর উত্তর আফ্রিকার কোল ঘেঁষে ছিল। আনুমানিক ১১ মিলিয়ন বছর আগে বিশষত গরম মৌস‍ুমে সাগর সরে যেতে থাকে।

এ থেকেই বোঝা যায়, সাহারা মরুভূমির উৎপত্তিকাল সম্পর্কে যে সময়কাল বিবেচনা করা হয়, তার চেয়ে অনেক বেশি পুরাতন সাহারা।

একইসঙ্গে জলবায়ু পরিবর্তন আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে নিয়ে ‍যাচ্ছে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।