ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আজব চেহারার যত কুকুর

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪
আজব চেহারার যত কুকুর

ঢাকা: কুক‍ুর। বিশ্বস্ত প্রাণী হিসেবে এদের খ্যাতির শেষ নেই।

তবে যারা কুকুর ভালবাসেন না, নামটি শুনলেই তাদের কল্পনায় এক বদখত দেখতে ভয়ঙ্কর চেহারা ভেসে ওঠে। কিন্তু বিভিন্ন প্রজাতির এমন কিছু কুকুর রয়েছে যার তুলনা আপনাকে ভীষণ আনন্দ দিতে পারে।

আসুন পরিচিত হওয়া যাক এমন কিছু কুকুরের সঙ্গে। পাশাপাশি আমরা বাংলানিউজের পরিবেশ ও জীববৈচিত্র্য পাঠকদের জন্য মজার তুলনা দেওয়ার চেষ্টা করা হলো।


এরা দেখতে অনেকটা হাতি শাবক ডাম্বোর মতো। কেননা এদের কান অস্বাভাবিক রকম লম্বা।


এটি দেখতে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মতো।


এরা দেখতে সেই পরিচিত চেহারা স্টিচের মতো।


কুকুরটি শুয়ে থাকলে দূর থেকে দেখে রুটি ভেবে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।


শিশুদের প্রিয় ‘আইসএজ’ সিনেমার একটি জনপ্রিয় চরিত্র সিড। এই কুকুরটিও ঠিক সিড’র মতোই দেখতে।


কুকুর হলেও এরা সাধারণত দেখতে সিংহের মতোই হয়।



এমন আরেকটি কুকুর রয়েছে যাদের মানুষের দাঁতের সঙ্গে তুলনা করা যায়।



























বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।