ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বরগুনায় বিশ্ব পানি দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
বরগুনায় বিশ্ব পানি দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে বিশ্ব পানি দিবস।

এ উপলক্ষে রোববার (২২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এসময় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাওগাতুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরগুনা পৌর মেয়র মো. শাহদাত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মাহমুদ খান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব পানি দিবসের তাৎপর্য তুলে ধরে বরগুনার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।