ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মাগুরায় ফুটেছে নাইট কুইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
মাগুরায় ফুটেছে নাইট কুইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা শহরে একটি বাড়ির ছাদের টবে লাগানো নাইট কুইন গাছে সোমবার মধ্যরাতে ফুটেছে নাইট কুইন (রাতের রানী) ফুল।

বছরে একবার ফোটা এই নাইট কুইন দেখতে গভীররাতেই এলাকাবাসী ভীড় জমায় ওই বাড়িতে।



শহরের দোয়ারপাড় এলাকায় ডা. নজরুল ইসলামের বাড়ির ছাদের টবে লাগানো নাইট কুইন গাছে গতরাতে সুদৃশ্য ফুলগুলো ফোটে। দুই বছর পরিচর্যার পর বিরল প্রজাতির আকর্ষণীয় এই ফুলের সৌন্দর্য ও গন্ধে আকৃষ্ট হয়েছে বাড়িসহ আশপাশের সবাই। আর তাই রাতেই এলাকাবাসী নাইট কুইন দেখতে ছুটে আসেন।

ডা. নজরুলে স্ত্রী বিলকিস ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়ির ছাদে নানা রকমের ফুলের চাষ করে আসছেন। আর দুই বছর আগে তিনি তার ছাদে নাইট কুইন গাছ লাগান। দুই বছর পর সোমবার রাত ১২টার দিকে নিজের বাগানে সুদৃশ্য তিনটি নাইট কুইন দেখে তিনি উচ্ছ্বলিস হয়ে পড়েন।

তিনি বলেন, মনে হচ্ছে চিৎকার করে সবাইকে বলি, ‘দেখে যাও আমার বাগানে নাইট কুইন ফুটেছে। ’

ডা. নজরুল ইসলাম জানান, নাইট কুইনকে রাতের রানী বলা হয়। সাদা রং এর ফুলের ভেতর ঘিয়ে রং এর আবরণ ও সুমিষ্ট গন্ধ নাইট কুইনকে দিয়েছে রাজকীয় চেহারা। এ কারণেই গভীররাতেও নাইট কুইন দেখতে অন্য রকম সুন্দর। আর তাই রাতেই আশপাশের মানুষের ঢল নেমেছে তার বাড়িতে।    

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।