ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শাহজালাল বিমানবন্দর থেকে দুর্লভ প্রজাতির কচ্ছপ উদ্ধ‍ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
শাহজালাল বিমানবন্দর থেকে দুর্লভ প্রজাতির কচ্ছপ উদ্ধ‍ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩০টি দুর্লভ প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমন-১ নম্বর গেটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রলি তল্লাশি করে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।



কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার ফরিদ আলম মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্লভ প্রজাতির কচ্ছপ চোরাচালান হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি বিমানবন্দরে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। সুযোগ বুঝে কচ্ছপগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল চোরাচালানীদের। কিন্তু সবগুলো গেটে বাড়তি তল্লাশি করতে দেখে ট্রলিটি ফেলেই চলে যায় তারা; যে কারণে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ফরিদ আলম মামুন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৫
‌আইএ/এটি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।