খুলনা: জনউদ্যোগ, খুলনার আহবানে জেলা পরিষদ মিলনায়তনে ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ ভাবনা নিয়ে’ এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ক্রমবর্ধমান জলবায়ু বাস্তুচ্যুতির ওপর আলোকপাত করে বক্তারা বলেন, আগামী ২০৫০ সাল নাগাদ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে যেতে পারে। এ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার জন্য জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ একান্ত জরুরি। জলবায়ু দুর্যোগের জন্য দায়ী উন্নত দেশগুলোকেই জলবায়ুতাড়িত বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে।
বক্তারা জরুরি ভিত্তিতে বাংলাদেশের আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন ও প্রফেসর ড. মো. সালেকুজ্জামান, জনউদ্যোগ, খুলনার উপদেষ্টা শ্যামল সিংহ রায়, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন ও মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শীলু।
সূচনা বক্তব্য রাখেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা উন্নয়ন ফোরামের শরীফ শফিকুল হামিদ চন্দন, আয়কর আইনজীবী ফেডারেশনের এস এম শাহনওয়াজ, উন্নয়ন কর্মী রফিকুল হক খোকন, খালিদ হোসেন, সেলিম বুলবুল, মাফুজুর রহমান মুকুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমআরএম/এমজেএফ/