সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হলো জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক কর্মশালা।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় শাবিপ্রবি কেন্দ্রীয় মিলনায়তনে ‘আপডেটিং স্পেসিস রেডলিস্ট অব বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইইউসিএন বাংলাদেশ ও শাবিপ্রবির ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার বক্তারা জানান, জীববৈচিত্র বিষয়ক জ্ঞান জাতীয় পর্যায়ে বিভিন্ন নীতি ও কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এফইএস বিভাগের প্রধান অধ্যাপক ড. নারায়ন সাহার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
এছাড়াও এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমদ, বাংলাদেশ বন বিভাগের ‘স্ট্রেনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন’ প্রকল্পের পরিচালক মো. আকবর হোসেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুহম্মদ সাহেদ মাহবুব চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসইউ