ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শাহবাগে পবা-আইন পাঠশালার মানববন্ধন শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
শাহবাগে পবা-আইন পাঠশালার মানববন্ধন শনিবার

ঢাকা: ‘ধূলা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ দাবি’তে  শনিবার (২১ নভেম্বর) রাজধানীর শাহবাগে মানববন্ধন করবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও আইনের পাঠশালা।

এদিন সকাল ১১টায় শাহবাগে চারুকলা অনুষদের সামনে এ মানববন্ধন করবে সংগঠন দু’টি।

শুক্রবার (২০ নভেম্বর) পবার পক্ষ থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়।

পবা মনে করে, ধূলা দূষণে একদিকে যেমন স্বাস্থ্যগত ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ও পরিবেশেরও ক্ষতি হচ্ছে। জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিবেচনায় অবিলম্বে ধূলা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।