ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জলবায়ুখাতে বিনিয়োগ বৃদ্ধিতে কর্মশাল‍া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
জলবায়ুখাতে বিনিয়োগ বৃদ্ধিতে কর্মশাল‍া অনুষ্ঠিত

ঢাকা: বিশ্বব্যাংকের বেসরকারিখাত উন্নয়ন শাখা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) উদ্যোগে ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দু’দিনব্যাপী এক কর্মশালা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় সরকারি-বেসরকারিখাতের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগীরা যোগ দেন।

এতে তারা নিজস্ব অভিজ্ঞতা বিনিময় ও বাংলাদেশে জলবায়ুখাতে বিনিয়োগ বৃদ্ধিতে করণীয় সস্পর্কে আলোচনা করেন।

বাংলাদেশে সার্বিক বিনিয়োগ বৃদ্ধিতে ব্যবসাখাতে সংস্কার ও প্রতিযোগিতা, চ্যালেঞ্জ মোকাবেলা এবং পাবলিক-প্রাইভেট সেক্টরকে এক প্লাটফর্মে আনার ব্যাপারেও আলোচনা করেন তারা।

কর্মশালায় এনবিআর চেয়ারম্যান, আইন সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগ বোর্ড, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) প্রেসিডেন্ট, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট, পিআরআই’র নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক ও ডিএফআইডি কর্মকর্তারা যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
পিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।