ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

হলুদ ভ্রু’র ব্যাঙ

পরিবেশ ও জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
হলুদ ভ্রু’র ব্যাঙ

ঢাকা: আমাদের চারপাশের এই চেনা পৃথিবীর মাঝেই যে কত কিছু অচেনা-অজানা, তার হিসাব কারোরই জানা নেই। আর এ কথার সত্যতা প্রমাণেই হয়তো কিছুদিন পরপরই বিজ্ঞানীদের চোখে ধরা পড়ে নতুন প্রজাতির উদ্ভিদ কিংবা প্রাণী।

এবার কলোম্বিয়ায় গবেষকদের নজর কেড়েছে হলুদ ভ্রু’র একটি স্থলজ ব্যাঙ।

বিজ্ঞানীরা বলছেন, কলোম্বিয়ার পূর্ব আন্দেসে পাওয়া নতুন প্রজাতির এ ব্যাঙটি তারা খুঁজে পেয়েছেন আরকাবুকো শহরের উত্তরে আলপিন বাস্তুসংস্থানের মধ্যে। এর বৈজ্ঞানিক নাম প্রিসটিমানটিস ম্যাক্রামেন্দোজাই (Pristimantis macrummendozai)।

মঙ্গলবার (০৮ মার্চ) নতুন প্রজাতির এ ব্যাঙয়ের সন্ধান মেলার ঘোষণা দেওয়ার সময় হামবোল্ড ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন, এর দেহ ভাঁজবিশিষ্ট চামড়ায় আবৃত, যা এর দেহকে আর্দ্র রাখে। আর এর গাঢ় রং পার্বত্য এলাকায় পাথুরে জমিতে মিশে যেতে সহায়তা করে।

এক বিবৃতিতে হামবোল্ড ইনস্টিটিউট জানিয়েছে, অন্যান্য ব্যাঙের সঙ্গে এর মূল পার্থক্য হলো, এটি স্থলে ডিম পাড়ে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।