ঢাকা: আমাদের চারপাশের এই চেনা পৃথিবীর মাঝেই যে কত কিছু অচেনা-অজানা, তার হিসাব কারোরই জানা নেই। আর এ কথার সত্যতা প্রমাণেই হয়তো কিছুদিন পরপরই বিজ্ঞানীদের চোখে ধরা পড়ে নতুন প্রজাতির উদ্ভিদ কিংবা প্রাণী।
বিজ্ঞানীরা বলছেন, কলোম্বিয়ার পূর্ব আন্দেসে পাওয়া নতুন প্রজাতির এ ব্যাঙটি তারা খুঁজে পেয়েছেন আরকাবুকো শহরের উত্তরে আলপিন বাস্তুসংস্থানের মধ্যে। এর বৈজ্ঞানিক নাম প্রিসটিমানটিস ম্যাক্রামেন্দোজাই (Pristimantis macrummendozai)।
মঙ্গলবার (০৮ মার্চ) নতুন প্রজাতির এ ব্যাঙয়ের সন্ধান মেলার ঘোষণা দেওয়ার সময় হামবোল্ড ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন, এর দেহ ভাঁজবিশিষ্ট চামড়ায় আবৃত, যা এর দেহকে আর্দ্র রাখে। আর এর গাঢ় রং পার্বত্য এলাকায় পাথুরে জমিতে মিশে যেতে সহায়তা করে।
এক বিবৃতিতে হামবোল্ড ইনস্টিটিউট জানিয়েছে, অন্যান্য ব্যাঙের সঙ্গে এর মূল পার্থক্য হলো, এটি স্থলে ডিম পাড়ে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচ