সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে হুতুম পেঁচার একটি ছানা উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের সদস্যরা।
শনিবার (০৯ এপ্রিল) দুপুরে চান্দাইকোনা গ্রামের চান্দাইকোনা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আমিনা বেগমের বাড়ি থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।
মুক্তজীবনের সভাপতি দ্বীপক কুমার কর ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বাংলানিউজকে জানান, আমিনা বেগমের ছেলে আতিক মাহমুদ কিছু দিন আগে ছানাটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে আনেন। যত্ন নেওয়ায় ছানাটি অনেকটা সুস্থ হয়ে উঠে।
শনিবার দুপুরে আতিক আমাদের হাতে হুতুম পেঁচার ছানাটি তুলে দেন।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সভাপতি অধ্যাপক এস এম ইকবাল ছানাটিকে বিরল প্রজাতির (বড় আকৃতির) হুতুম পেঁচার ছানা হিসেবে শনাক্ত করেন।
ছানাটি উড়তে শিখলে তাকে স্থানীয় বনাঞ্চলে (অকুস্থলে) অবমুক্ত করা হবে, জানান তারা।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এএটি/এটি