ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জেলের জালে বিরল মেগামাউথ শার্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
জেলের জালে বিরল মেগামাউথ শার্ক

ঢাকা: জাপানের একটি গ্রামে জেলের জালে ধরা পড়েছে বিশাল মুখের বিরল প্রজাতির এক হাঙর। গভীর সমুদ্রে এদের বসবাস।

 

দৈর্ঘ্যে ১৬ ফুটের মেগামাউথ শার্কটি গত শুক্রবার (১৫ এপ্রিল) ধরা পড়ে।
ইয়াহুর রিপোর্ট অনুযায়ী, হাঙরটি ধরা পড়ে কেন্দ্রীয় জাপানের মি প্রিফেকচারের ওয়েজ পোর্টের পাঁচ কিলোমিটার দূরে।


বিরাট চোয়ালের সমুদ্রতলবাসী হাঙরটির ওজন এক টন। রহস্যময় গড়নের হাঙরটি স্থানীয় এক মাছ বিক্রেতা কিনে নেন ও সেটিকে প্রিফেকচারের বাইরে পাঠানো হয়।


মেগামাউথ শার্ক প্রথম আবিষ্কার হয় ১৯৭৬ সালে। কিন্তু সব মিলিয়ে মোট ৬০ বার এরা লোকচক্ষুর সামনে এসেছে। এগুলোর বেশিরভাগই জাপান, ফিলিপাইন ও তাইওয়ানে পাওয়া গেছে। প্রথম মেগামাউথটি পাওয়া যায় হাওয়াইয়ে।


এরা দৈর্ঘ্যে সর্বোচ্চ পাঁচ ফুট হয়। বাঁচে প্রায় একশো বছর। দিনের বেলায় সমুদ্রের পাঁচশো ২৪ ফুট গভীরে থাকে। আর রাতে প্রায় ৪০ ফুটের মধ্যে বিচরণ করে খাদ্য সন্ধান করে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।