ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ৯, ২০১৬
শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ মে) সন্ধ্যা ৬টায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম এ ঘোষণা দেন।

পাখিরা যাতে বাসা বাধতে পারে সেজন্য এসময় উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষরাজিতে ২০টি মাটির হাঁড়ি বেঁধে দেন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সদস্যরা।

পর্যায়ক্রমে আরো ৮০টি হাঁড়ি বসানো হবে বলে জানান উদ্যোক্তারা।

এসময় সেখানে শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন-উল-মুলক, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের কৃষিবিদ পার্থ সারথী পালসহ অনেকে উপস্থিত ছিলেন।

সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন বাংলানিউজকে জানান, পাখি প্রকৃতির উপকারি বন্ধু। কিন্তু ব্যাপক হারে গাছ-গাছালি কেটে ফেলায় পাখির আবাসস্থল কমে যাচ্ছে। এজন্য পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে কেউ যাতে পাখির আবাসস্থল নষ্ট না করে, সে ব্যাপারেও জনগণকে সচেতন করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।