ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

উড়ন্ত পাখি ‘বড় নীল চটক’

নুর আলম হিমেল, জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
উড়ন্ত পাখি ‘বড় নীল চটক’

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়: উড়ন্ত পাখি ‘বড় নীল চটক’। ইংরেজি নাম লার্জ ব্লু ফ্লাইক্লেসার (Large Blue Flycatcher)।

বৈজ্ঞানিক নাম- Cyornis Magnirostris। এই পাখিটি দেখতে অনেকটা পাহাড়ি নীল চটকের মতোই।
 
বাংলাদেশে প্রথম এই পাখিটিকে শনাক্ত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খানের নের্তৃত্বে একটি বন্যপ্রাণি গবেষক দল।
 
তিনি জানান, চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলায় ২০১৪ সালের ১৮ এপ্রিল কাপ্তাই জাতীয় উদ্যানে একটি ছোট গাছে পাশাপাশি দু’টি পাখি বসে থাকতে দেখেন। পরে শনাক্ত করে দেখেন, এটি বড় নীল চটক। পরবর্তী বছরগুলোতে এই পাখি আর দেখা যায়নি।
 
সাধারণত মায়ানমার, ইন্দোনেশিয়া, চীন, ভারত, নেপাল, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামে এ পাখিগুলো দেখা যায়।
 
পাখিটি প্রায় তিন সেন্টিমিটার লম্বা। পুরুষ পাখিটির মাথা, পিঠ ও দেহের পাশে গাঢ় নীল। স্ত্রী পাখির দেহের ওপরটা দেখতে বাদামি-ধূসর। পুরুষের লেজ নীল ও স্ত্রীর লালচে-বাদামি। উভয়ের ঠোঁট কালো ও পা কমলাটে।
 
এরা সাধারণত হিমালয় অঞ্চলে বসবাস করে। শীতকালে এরা দক্ষিণ এশিয়ায় ঘুরতে আসে। উড়ন্ত পোকামাকড় ধরে ধরে খায়। যেহেতু এরা উড়তে পছন্দ করে তাই অনেকে এদেরকে উড়ন্ত চটক বলে থাকে।
 
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।