বগুড়া: ময়লা আর্বজনা আপনার শহরকে নোংরা করে, দূষিত করে পরিবেশ। তাই সুন্দর পরিচ্ছন্ন শহর উপহার দিতে এগিয়ে এসেছে ‘বকুল’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
বগুড়া পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শতাধিক ঝুড়ি বিতরণ করেছে সংস্থাটি।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ঝুড়ি বিতরণ উপলক্ষে শহরের সাতমাথা এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান যাদু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝুড়িগুলো বিতরণ করেন।
এসময় দৈনিক উত্তরের খবরের সম্পাদক আব্দুস সালাম বাবু, বকুল’র চিফ প্রজেক্ট কো-অর্ডিনেটর মিসেস মিম আক্তার, বকুলের প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়াজ মোর্শেদ সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
শহরকে পরিষ্কার রাখতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে বগুড়া পৌরসভা শহরের সাতমাথার এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকার আবর্জনা অপসারণের জন্য বেসরকারি সংস্থা ‘বকুল’কে দায়িত্ব দেওয়া হয়।
মোট আটটি গারবেজ ভ্যান নিয়ে তিন শিফটে বকুল এ দায়িত্ব পালন করছে। এরই আওতায় ছোট ছোট কাগজ ও উড়ন্ত আবর্জনা সংরক্ষণে ব্যসায়ীদের সচেতনতার পাশাপাশি এসব ঝুড়ি বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমবিএইচ/এএ