শ্রীমঙ্গল (মৌলভীবাজার): চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ডিসেম্বরের শেষেই জেঁকে বসবে তীব্র শীত। হাঁড় কাঁপানো শীতে জুবুথুবু হবে এ জনপদের ছিন্নমূল দুস্থ মানুষেরা।
ডিসেম্বরের শুরুতে শ্রীমঙ্গলে রাতের বেলায় শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও দিনে রয়েছে তার উল্টোচিত্র। গরমের উত্তাপ চারদিকে।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সোমবার (০৫ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মজার বিষয় হলো, পরপর ৩ বছর একই দিনের তাপমাত্রা হুবুহু একই পাওয়া গেছে! অর্থাৎ ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালের ‘৫ ডিসেম্বর’ শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
২০১৩ থেকে ২০১৫ সাল অর্থাৎ ৩ বছরের রেকর্ড থেকে এ ডিসেম্বরের শেষেই শীতের তীব্রতার তথ্য পাওয়া গেছে। রেকর্ড থেকে দেখা গেছে, বছরের শেষ মাস অর্থাৎ ‘ডিসেম্বর’ এর দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকেই জেঁকে বসেছিল শীত।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর এ মাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ এবং ২০১৫ সালের ২৩ ডিসেম্বর এ মাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যথাক্রমে ৮ দশমিক ৫ এবং ৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ডকৃত তাপমাত্রা ছিল যথাক্রমে ১৪ দশমিক ৫, ১৩ দশমিক ৮, ১৪ দশমিক ৬, ১৩ দশমিক ৭ এবং ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ডকৃত তাপমাত্রা যথাক্রমে ১১ দশমিক ৯, ১৩ দশমিক ০, ১৩ দশমিক ৫, ১৩ দশমিক ৫ এবং ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
২০১৫ সালের ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ডকৃত তাপমাত্রা যথাক্রমে ১৫ দশমিক ৬, ১৬ দশমিক ২, ১৭ দশমিক ১, ১৭ দশমিক ৩ এবং ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
চলতি বছর অর্থাৎ ২০১৬ সালে ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ডকৃত তাপমাত্রা যথাক্রমে ১৫ দশমিক ২, ১৪ দশমিক ৫, ১৪ দশমিক ৪, ১৩ দশমিক ২ এবং ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম শীতার্ত অঞ্চল। পরপর ৩ বছরের রেকর্ড থেকে দেখা যাচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই শ্রীমঙ্গলে নামে শীতের তীব্রতা। এবারও হয়তো এর ব্যতিক্রম হবে না। শিগগিরই নামবে হাড়কাঁপানো শীতের অনুভূতি।
১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানান এ আবহাওয়াবিদ।
চা শিল্পাঞ্চলের নৈসর্গিক শোভায় লালিত শ্রীমঙ্গলের শীত উপভোগ করতে শীতপ্রিয় পর্যটকরা এখনই স্থানীয় হোটেল-রিসোর্টগুলোতে অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
বিবিবি/এসএইচ