ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

তামিলনাড়ুতে তীরে উঠে এলো ২৪ ডলফিন, ৪টির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
তামিলনাড়ুতে তীরে উঠে এলো ২৪ ডলফিন, ৪টির মৃত্যু তীরে আটকা পড়ে মারা যাওয়া চারটি ডলফিন

ঢাকা: ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী এক জেলেপাড়ায় সমুদ্র থেকে প্রায় বিশটিরও বেশি ডলফিন উঠে এসেছে তীরে। সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাতে একদল জেলে ডলফিনগুলোকে সৈকতে পড়ে থাকতে দেখে সহায়তার জন্য এগিয়ে আসেন।

সৈকতে পড়ে থাকা ডলিফিনগুলো সমুদ্রের গভীর জলে বহন করে নিয়ে যান জেলেরা। কিছু কিছু ডলফিনকে নৌকায় করে নিয়ে যেতে হয়।

এভাবে দীর্ঘ চার ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর সমুদ্রে ফিরে যায় প্রায় বিশটি ডলফিন। কিন্তু দুঃখজনকভাবে এদের মধ্যে চারটি ডলফিন মারা যায়।

স্থানীয় বনবিভাগ কর্মকর্তা ডি সম্পথ বলেন, ডলফিনরা অনেক সময়ই ন্যাভিগেশনের সাহায্যে দিক নির্ণয় করতে ভুল করে। পছন্দের শিকারকে ধাওয়া করতে করতেও অনেক সময় ভুল দিকে চলে যায় ডলফিন।  

মৃত চারটি ডলিন ছাড়া বাকি সব ডলফিন সমুদ্রে ফিরে যেতে পেরেছে বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ যথাযথভাবে নির্ণয় করতে মৃত ডলফিনগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

সমুদ্রের প্রাণীদের এভাবে তীরে উঠে আসার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৬ সালে ৮০টিরও বেশি ছোট আকৃতির তিমি সমুদ্র ছেড়ে তীরে উঠে আসে তামিলনাড়ুতে। এরমধ্যে প্রায় ৪০টি তিমি উদ্ধার হয়, মারা যায় ৪৫টি।  

১৯৭৩ সালের ঘটনা আরও ভয়াবহ। সেবার ১৪৭টি তিমি তামিলনাড়ুর সমুদ্রসৈকতের তীরে উঠে এসে মারা যায়।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।