নওগাঁ: কনকনে শীত, কুয়াশা আর হিমেল হাওয়ায় নওগাঁর বরেন্দ্র অঞ্চলের গ্রমীণ জনপদের মানুষেরা বিপর্যন্ত হয়ে পড়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত কয়দিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না।
দুপুরের দিকে নিরুত্তাপ সূর্যকে একটু সময়ের জন্য দেখা গেলেও অস্ত যাবার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে কনকনে শীতের সঙ্গে বইছে হিমেল হাওয়া। যার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে আরও বেশি। এতে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।
শীতের কারণে শিশু আর বয়স্ক ব্যক্তিদের নানা রকম সমস্যাসহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষেরা।
নওগাঁর বদলগাছী আবহাওয়া উপকেন্দ্র সূত্রে জানা গেছে, গত কয়দিনের তুলনায় রোববার তাপমাত্রা কম। তবে এ তাপমাত্রা কখনো কমতে পারে আবার কখনো বাড়তে পারে বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।