ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ধামরাইয়ে ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
ধামরাইয়ে ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে ছয়টি অবৈধ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জারিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

 

এসময় ধামরাইয়ের জয়পুরা এলাকার মেসার্স বাংলা ব্রিকসকে ছয় লাখ, কাজলী ব্রিকসকে ছয় লাখ, ইউবিসি ব্রিকসকে ছয় লাখ, নির্মাণ ব্রিকসকে ছয় লাখ, সুপার ব্রিকস-২ কে ছয় লাখ ও এমবিসি ব্রিকস নামের ইটভাটাকে ছয় লাখ টাকা (মোট ৩৬ লাখ টাকা) জরিমানা করা হয়। সেই সঙ্গে ভাটাগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।  

অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, পরিদর্শক জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।