ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভোলায় ঝড়ো বাতাস, বিপৎসীমার ওপরে উত্তাল মেঘনার পানি

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২১
ভোলায় ঝড়ো বাতাস, বিপৎসীমার ওপরে উত্তাল মেঘনার পানি

ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলা জেলার ওপর দিয়ে প্রবাহিত মেঘনা নদী। থেমে থেমে বইছে ঝড়ো বাতাস, সেই সঙ্গে রয়েছে হালকা বৃষ্টি।

 

বৈরী আবহাওয়ার কারণে তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলার ও নৌকা।

 

ঝড়ের প্রভাবে মেঘনার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝু্ঁকির মধ্যে পড়েছে বাঁধ।  

মনপুরার উত্তর সাকুচিয়া পয়েন্ট দিয়ে একটি পুরাতন বাঁধ ধসে গেছে। তবে বিকল্প বাঁধ থাকায় এতে লোকালয়ে পানি প্রবেশ করেনি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় বাতাসের গতিবেগ ১৪ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে।  

এর আগে জোয়ারে প্লাবিত হয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরী-মুকরি ও চর পাতিলাসহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে দুই হাজার পরিবার।

জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর বলেন, এ পর্যন্ত সার্বিক পরিস্তিতি স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে উপকূলের মানুষকে নিরাপদে আনার কাজ শুরু হবে। বেশ কিছু এলাকায় নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।