ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কমছে ব্রহ্মপুত্র-যমুনার পানি, বাড়ছে গঙ্গা-পদ্মার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
কমছে ব্রহ্মপুত্র-যমুনার পানি, বাড়ছে গঙ্গা-পদ্মার

ঢাকা: কয়েকদিন বাড়ার পর কমছে বন্যাপ্রবণ নদ-নদী ব্রহ্মপুত্র-যমুনার পানি। তবে বাড়ছে গঙ্গা-পদ্মার পানি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে জানিয়েছে, খোয়াই নদী পানি বিপৎসীমার উপরে উঠেছিল। তা বিপৎসীমার নিচে নেমে এসেছে। তবে অধিকাংশ নদ-নদীর পানির সমতল বাড়ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীগুলোর পানির সমতল বাড়ছে, যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার মনু ব্যতীত অন্যান্য সব প্রধান নদীগুলোর পানির সমতল বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত এ অঞ্চলের নদীগুলোর পানির সমতল বাড়তে পারে।

পাউবো জানিয়েছে, রোববার (৮ আগস্ট) তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্য পানির সমতল বেড়েছে ৬৮টিতে। কমেছে ৩৯টি স্টেশনে পানির সমতল। একটিতে অপরিবর্তিত আছে। আর একটিতে এখনও তথ্য সংগ্রহ শুরু হয়নি।

আগস্ট মাসে আকষ্মিক বন্যার আভাস রয়েছে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে। তবে তা স্বপ্ল মেয়াদী হতে পারে। জুন-জুলাই মাসেও এসব অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার এখন পর্যন্ত বড় বন্যার শঙ্কা দেখা দেয়নি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।