ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিপৎসীমার ওপরে যমুনা-কালীগঙ্গা নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
বিপৎসীমার ওপরে যমুনা-কালীগঙ্গা নদীর পানি ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

এদিকে একই জেলার সদর উপজেলার তরা পয়েন্টে কালীগঙ্গা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (৪ সেপ্টেম্বার) রাত ৮টার দিকে যমুনা ও কালীগঙ্গা নদীর পানি উন্নয় বোর্ডে (পাউবো) স্তর পরিমাপকরা এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

দ্রুত গতিতে পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে বসতবাড়ি, ফসলি জমিসহ অনেক স্থানের রাস্তা-ঘাট ডুবে গেছে।  

কালীগঙ্গা নদীর স্তর পরিমাপক রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় কালীগঙ্গা নদীতে ১৪ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৪০ সেন্টিমিটার। তবে যেভাবে পানি বাড়ছে নদীতে তাতে এখনো বোঝা যাচ্ছে না ঠিক কত দিন বাড়বে।  

যমুনা নদীর আরিচা পয়েন্টের স্তর পরিমাপক মো. ফারুক হোসেন বলেন, গত কয়েক দিন থেকে যমুনার পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পানি ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া অভ্যন্তরীণ নদ-নদীর পানিও পাল্লা দিয়ে বাড়ছে।

পাউবো মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া চার-পাঁচটি ছোট বড় নদীর সবগুলোতে পানি বাড়ছে। তবে গত কয়েক দিন আগেই যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আর শনিবার কালীগঙ্গার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করাতে রাস্তা-ঘাট ডুবে গেছে। জেলার এই পয়েন্টে আরও এক দু’দিন পানি বাড়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।