ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

৬ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
৬ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

বরিশাল: বরিশাল নগরের কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক তিনটি তক্ষক উদ্ধার করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তক্ষক তিনটির আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পরিচালিত কোস্ট গার্ডের ওই অভিযানে তক্ষক পাচারকারী মো. বাবুল হাওলাদারকে (৫০) আটক করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের বরিশাল স্টেশন পরিচালিত অভিযানে আটক ব্যক্তিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া তক্ষক তিনটি বনে অবমুক্ত করার উদ্দেশ্যে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।