ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শীতে কাঁপছে ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
শীতে কাঁপছে ঢাকা ফাইল ছবি

ঢাকা: দেশে দু'দিন পর শৈত্য প্রবাহ কাটলেও বেড়েছে শীত অনুভূতি। বিশেষ করে রাজধানীসহ ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলে দেশের অন্য স্থানের তুলনায় বেশি শীত অনুভূত হচ্ছে।

রোববার (০২ জানুয়ারি) রাজধানীতে রোদের তেজ তেমন ছিল না। তার উপর শুষ্ক বাতাস কাঁপন ধরিয়েছে হাঁড়ে। ফলে রাস্তায় সবাইকে গায়ে মোটা কাপড় চেপে বের হতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেলে শীতের অনুভূতি বাড়ে। এক্ষেত্রে একদিনের ব্যবধানে দেশে সবচেয়ে বেশি দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমেছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জে। ফলে এসব স্থানে শীত লাগছে বেশি। আরও দু'দিন এই অবস্থা বিরাজ করতে পারে।

এছাড়াও রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও কোনো কোনো জেলায় শীতের প্রকোপ বেড়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, রোববার ঢাকায় দিন ও রাতের অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গোপালগঞ্জে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৩ জানুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া থাকবে শুষ্ক। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়বে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) নাগাদ রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।

সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০২১
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।