ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

স্টামফোর্ডের বায়ুমান সমীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
স্টামফোর্ডের বায়ুমান সমীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

ঢাকা: ‘দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১’ শীর্ষক বৈজ্ঞানিক গবেষণার ফলাফল আগামী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এ গবেষণা পরিচালনা করেছে।

এ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী। মূল বক্তব্য উপস্থাপন করবেন স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশ বরেণ্য চিকিৎসক, প্রাণী বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, আইনবিদ এবং পরিবেশবিদসহ ক্যাপস গবেষণা দলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি,২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।