ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

যমুনার আরিচা পয়েন্টে পানি কমেছে ২৬ সেন্টিমিটার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
যমুনার আরিচা পয়েন্টে পানি কমেছে ২৬ সেন্টিমিটার

মানিকগঞ্জ: গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে ২৬ সেন্টিমিটার পানি কমে এখন ৭ দশমিক ২৪ সেন্টিমিটারে আছে।

সোমবার (২৭ জুন) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক ফারুক হোসেন।

তিনি বলেন, গত কয়েক দিন পানি স্থির ছিল। তবে গত ২৪ ঘণ্টায় আরিচার যমুনা নদীতে ২৬ সেন্টিমিটার পানি কমেছে। এখন প্রতিদিনই এই পানি কমবে কারণ সিরাজগঞ্জেও পানি কমতে শুরু করেছে। আরিচার যমুনা নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয় ৮ দশমিক ৪৫ সেন্টিমিটার এবং বর্তমানে পানি রয়েছে ৭ দশমিক ২৪ সেন্টিমিটারে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জুন ২৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।