ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, জুন ৩০, ২০২২
সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। তবে উভয় পয়েন্টেই বিপৎসীমার বেশ নীচে রয়েছে পানি প্রবাহ।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫৫ মিটার।

২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৩.৩৫ মিটার)। এছাড়াও কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫৫ মিটার। ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫.২৫ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, টানা এক সপ্তাহ কমতে থাকার পর বুধবার (২৯ জুন) থেকে বাড়তে শুরু করেছে যমুনার পানি। আরও দুই-তিনদিন পানি বাড়বে। তবে এ দফায় বন্যার কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুন ৩০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।