ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মোংলা-পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
মোংলা-পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত ফাইল ফটো

বাগেরহাট: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং তৎসংলগ্ন এলাকাকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শিহাব কবির বলেন, সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে। ঘূর্ণিঝড় সিত্রাং আরও বেশি শক্তিশালী হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মোংলা-পায়রা এবং তৎসংলগ্ন এলাকাকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা বন্দর ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ  সময়: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।