ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সিত্রাং: জোয়ারের আঘাতে টেকনাফে মেরিন ড্রাইভের দুই অংশে ভাঙন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
সিত্রাং: জোয়ারের আঘাতে টেকনাফে মেরিন ড্রাইভের দুই অংশে ভাঙন

কক্সবাজার: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমুদ্রের জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দুই অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙনের কারণে ঢেউয়ের আঘাতে সড়কের নিচ থেকে মাটি সরে গেছে।

এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সাগরঘেঁষা দৃষ্টি নন্দন এ সড়কটি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিত্রাংয়ের কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ছিল। এতে সোমবার (২৪ অক্টোবর) রাতে জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়ার শশ্মান এলাকায় মেরিন ড্রাইভের দুটি অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। যেখানে সড়কের ছয় থেকে সাত হাত করে অংশ ভেঙে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া সিত্রাংয়ে ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।