ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

মাদকবিরোধী সচেতনতা বাড়াতে সিইউবিতে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
মাদকবিরোধী সচেতনতা বাড়াতে সিইউবিতে কর্মশালা

ঢাকা: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ছাত্র-ছাত্রীদের মাদকবিরোধী সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে স্কুল অব বিজনেস, সিইউবি মেন্টাল হেল্থ ক্লাব এবং প্রথম আলো ট্রাস্ট- এর সম্মিলিত উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালা পরিচালনা করেন মনোরোগ বিশেষজ্ঞ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মোহিত কামাল।

কর্মশালায় ক্যাম্পাসে মাদকমুক্ত সংস্কৃতি কীভাবে তৈরি করা যায়, ছাত্র-ছাত্রীরা মাদকাসক্তির সঙ্গে কীভাবে লড়াই করবে, কীভাবে তাদের পর্যাপ্ত সহায়তা দেওয়া যায় প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য কাউন্সেলিং সেবা এবং পুনর্বাসন কর্মসূচির বিষয়ে তথ্যও দেওয়া হয়।

কর্মশালায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর জহুরুল আলম, স্কুল অব বিজনেস বিভাগের প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ