ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

আটঘরিয়ায় প্রান্তিক কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
আটঘরিয়ায় প্রান্তিক কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ

ঢাকা: এবি ব্যাংক লিমিটেড পাবনার আটঘরিয়া উপজেলার ২ হাজার ৫০০ এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

পাবনার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পাবনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মোহাম্মদ রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাটমোহর উপজেলার চেয়ারম্যান ও পাবনা আওয়ামী লীগের  সহ-সভাপতি মো. আব্দুল হামিদ।

আটঘরিয়া পৌরসভার মেয়র ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন। পাবনা সদর উপজেলার চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন। আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান ও পাবনা আওয়ামী লীগ নেতা তানভীর ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতারাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ