ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

হজযাত্রীদের জন্য ইসলামী ব্যাংকের উপহার

নিউজ ডেস্ক     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, মে ১৭, ২০২৩
হজযাত্রীদের জন্য ইসলামী ব্যাংকের উপহার

ঢাকা: হজ ক্যাম্পে হজযাত্রীদের ব্যবহারের জন্য উপহার সামগ্রী দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন বুধবার (১৭ মে) আশকোনাস্থ হজ অফিসের পরিচালক (যুগ্মসচিব) মো. সাইফুল ইসলামের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

 

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং হাজী ক্যাম্প শাখার প্রধান সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অপরদিকে ইসলামী ব্যাংকের কর্তৃক প্রকাশিত ‘এক্সপ্লোরিং গ্লোবাল রিলেশনশিপ ফর ডাইভার্সিফাইড ট্রেড সার্ভিসেস’ বইয়ের মোড়ক উম্মোচন করেছেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।  

এ সময় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।