ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

প্রান্তিক কৃষকদের ‘এবি স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করলেন হুইপ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
প্রান্তিক কৃষকদের ‘এবি স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করলেন হুইপ

ঢাকা: এবি ব্যাংক লিমিটেড দিনাজপুর সদর উপজেলার পাঁচ হাজারের অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

জেলার গোর-এ-শহীদ বড় ময়দান প্রাঙ্গণে এ ঋণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মমিনুল করিম, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুজ্জামান, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতারা ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।