ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা জানালেন মার্টিনেজ-অ্যালিস্টার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
বাংলাদেশি ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা জানালেন মার্টিনেজ-অ্যালিস্টার

ঢাকা: আর্জেন্টিনা ফুটবলের প্রতি কোটি মানুষের অকুণ্ঠ ভালোবাসার মাধ্যমে তৈরি হয়েছে বাংলাদেশ-আর্জেন্টিনার বন্ধুত্বমূলক সম্পর্ক। সম্প্রতি বিকাশ-এর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের রিজিওনাল ব্র্যান্ড পার্টনার হওয়ার মাধ্যমে দুদেশের এ সম্পর্কের ভিত আরও শক্তিশালী হয়েছে।

 

তারই ধারাবাহিকতায় বন্ধু দিবস উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকে বাংলাদেশি সব ফুটবলপ্রেমীকে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়রা।  

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও বিকাশ-এর ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছা জানান এমিলিয়ানো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফেসবুক পেজের লিংক: https://fb.watch/mf182bxnRL/ ও https://fb.watch/mf1hOGnyO2/।  

শুভেচ্ছা বার্তায় এমিলিয়ানো মার্টিনেজ বলেন, বিশ্বকাপের পাশাপাশি সব সময়ই স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ। বিকাশ-কে স্বাগতম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম রিজিওনাল পার্টনার হিসেবে।

আলেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, এত ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর বাংলাদেশের আমাদের প্রথম রিজিওনাল পার্টনার বিকাশ-কে স্বাগতম। সবার জন্য ভালোবাসা।

উল্লেখ্য, খেলাধুলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও বিকাশ গত মে, ২০২৩ ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দেয়। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ এ উদ্যোগের মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।