ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইসলামী ব্যাংকের সঙ্গে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
ইসলামী ব্যাংকের সঙ্গে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চুক্তি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

এ চুক্তির আওতায় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বিভিন্ন টেস্টের ওপর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ড গ্রাহকরা বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

 

বুধবার (১১ অক্টোবর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলীর উপস্থিতিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডিরেক্টর (প্রশাসন) ফুটোশিকোনো এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।  

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মানজুরুল হক, ভাইস প্রেসিডেন্ট মো. মোজাহিদুল ইসলাম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান, শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ ও মিডিয়া ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন ব্র্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আজিজুল বেগ লিমনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ