ঢাকা: জিপিস্টার প্রোগ্রামের ব্যবসায়িক পার্টনারদের অবদানকে স্বীকৃতি দিতে ও তাদের অর্জনের উদযাপনে সম্প্রতি জিপিহাউজে ২০২৩ এর ২য় কোয়ার্টারের জিপিস্টার পার্টনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামীণফোন।
তাদের অনুকরণীয় প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে জিপিস্টার গ্রাহকদের জীবনকে সমৃদ্ধ করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এমন পার্টনার ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্ভাবনী গ্রাহকসেবার ক্ষেত্রে অগ্রণী প্রতিষ্ঠানটি এ অনুষ্ঠানে জিপিস্টার লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকদের জীবনকে স্বাচ্ছন্দ্যদায়ক করতে ও তাদের জীবনে নতুন মাত্রা যোগ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এমন পার্টনারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
জিপিস্টার অ্যাপ্রিশিয়েশন প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে সব অংশীজনদের জন্য নতুন মাত্রা যুক্ত করা এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে জিপিস্টার গ্রাহকদের গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানে জিপিস্টার গ্রাহকদের সেবা দেয়ার ওপর ভিত্তি করে তিনটি আলাদা ক্যাটাগরিতে সাতটি পার্টনার কে সম্মানিত করা হয়। ২০২৩ এর ২য় কোয়ার্টারের বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন করে আর্টিজান, মিরর লাইফস্টাইল, ভাইব্র্যান্ট, পাঠাও ও ইউএস-বাংলা এয়ারলাইনস; মোস্ট কনসিসটেন্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন করে স্বপ্ন (অনলাইন) এবং মোস্ট এনগেজিং পার্টনার অ্যাওয়ার্ড লাভ করে সিক্রেট রেসিপি।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান এবং ঢাকা সার্কেল বিজনেস হেড মোহাম্মদ শরীফ মাহমুদ খান। জিপিস্টার প্রোগ্রামে নিজ নিজ প্রতিষ্ঠানের সাফল্য উদযাপন করতে উপস্থিত ছিলেন ভাইব্র্যান্টের সিইও রুহুল আমিন মোল্লা, মিরর লাইফস্টাইলের চেয়ারম্যান মো. আশিকুর রহমান, ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. শফিকুল ইসলাম, পাঠাওয়ের চিফ টেকনোলোজি অফিসার শিফাত আদনান, সিক্রেট রেসিপির সিএমও মোহাম্মদ মেসবাহ উদ্দিন ও স্বপ্ন ই-কমার্সের গ্রোথ লিড সৈয়দ আমিরুল ইসলাম।
সবার জীবনে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে গ্রামীণফোনের ধারাবাহিকতার ওপর গুরত্বারোপ করে প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, ‘জিপিস্টার একটি লয়্যালিটি প্রোগ্রামের চেয়েও বেশি কিছু; আমাদের মূল্যবান গ্রাহক ও পার্টনারদের জন্য সমৃদ্ধ ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এটি। আমাদের গ্রাহকদের জন্য অটুট ভরসা নিশ্চিতে যেসব পার্টনাররা আমাদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের নিয়ে উৎকর্ষ অর্জনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও নিবেদনেরই উদযাপন এ পার্টনারশিপ অ্যাপ্রিশিয়েশন প্রোগ্রাম। ’
গ্রামীণফোনের প্রিমিয়াম কাস্টমার সেগমেন্টকে স্বীকৃতি দিতে ও সম্মাননা জানাতে লয়্যালিটি প্রোগ্রাম – জিপিস্টার নিয়ে আসা হয়েছে। বিভিন্ন মানদণ্ড (ক্রাইটেরিয়া) পূরণের মাধ্যমে গ্রাহকরা জিপিস্টারের বিভিন্ন পর্যায়ে পৌঁছান। গ্রাহকরা *৭# ডায়াল করে অথবা ‘এসটিএআর’ লিখে ২৯০০০ নাম্বারে এসএমএস করে নিজেদের জিপিস্টার স্ট্যাটাস জেনে নিতে পারেন। গ্রাহকরা গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ মাইজিপি ব্যবহার করেও জিপিস্টার সুযোগ-সুবিধার সর্বশেষ খবরগুলো জানতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
আরআইএস