ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

শিশু একাডেমিতে ‘স্বপ্ন আঁকো শিশু উৎসব’ অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
শিশু একাডেমিতে ‘স্বপ্ন আঁকো শিশু উৎসব’ অনুষ্ঠিত

ঢাকা: দেশের বড় রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ গতবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সফলভাবে আয়োজন করে শিশুদের ছবি আঁকার উৎসব। এবার বাংলাদেশ শিশু একাডেমিতে হয় এর আয়োজন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হয়।  

দেশের প্রখ্যাত অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদ, বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, নব্বই দশকের টেলিভিশন ও মঞ্চ নাটকের প্রিয়মুখ আফসানা মিমি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে স্বপ্ন আয়োজিত শিশুদের ছবি নিয়ে এ প্রদর্শনী উদ্বোধন করেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।  

ঢাকা অঞ্চলের ৪ হাজারের বেশি অংশগ্রহণকারীর আঁকা ছবির প্রদর্শনী ছাড়াও ‘স্বপ্ন আঁকো শিশু উৎসবে’ ছিল নাচ, গান, মঞ্চ নাটক, কার্টুন শো, বিভিন্ন ধরনের গেমস, ফটো বুথসহ নানা আয়োজন। স্বপ্ন’র পক্ষ থেকে এ আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, ক্রিয়েটিভ হেড ফরিদুজ্জামান, প্রোমোশন অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের সহকারী ম্যানেজার মোহাম্মদ আনিসুল ইসলামসহ অনেকে।  

বাংলাদেশ শিশু একাডেমিতে স্বপ্ন আঁকো শিশু উৎসবে এর অংশগ্রহণকারী শিশুরা তাদের পরিবারসহ এ আয়োজনে এবার অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।