ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বইপড়া কার্যক্রমের পুরস্কার বিতরণ আয়োজনের সঙ্গী গ্রামীণফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
বইপড়া কার্যক্রমের পুরস্কার বিতরণ আয়োজনের সঙ্গী গ্রামীণফোন

ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্র বিগত ৪৫ বছর ধরে সারা দেশে আলোকিত মানুষ গড়ার সমৃদ্ধ স্বপ্ন নিয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি বইপড়া।

বর্তমানে সারা দেশে এই কর্মসূচির আওতায় এক হাজার ৭০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর প্রায় দুই লাখ ছাত্রছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশ নিচ্ছে।

মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের (বইপড়া কার্যক্রম) মহানগর কেন্দ্রিক পুরস্কার বিতরণ উৎসব আয়োজনে ২০০৪ সাল থেকে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরেও গ্রামীণফোন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশাল এই পাঁচটি মহানগরে পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন ও উৎসবে পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের পুরস্কারের বই দেবে।

আগামী ৪ মে চট্টগ্রাম মহানগরের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। এরপর ধারাবাহিকভাবে ১০ মে বরিশাল, ১৭-১৮ মে ঢাকা, ২৫ মে রাজশাহী ও ৩১ মে খুলনা মহানগরের পুরস্কার বিতরণ উৎসব আয়োজন করা হবে। এই পাঁচটি মহানগরের পুরস্কার বিতরণ উৎসবে বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ২০ হাজার শিক্ষার্থী বইপড়ার কৃতিত্বের জন্য স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরা পাঠক ক্যাটাগরিতে পুরস্কার নেবে।

রোববার (২১ এপ্রিল) বসুন্ধরায় জিপি হাউজে গ্রামীণফোন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ গ্রামীণফোনের ২০০৪ সাল থেকে ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতার ফলে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের (বইপড়া কার্যক্রম) ব্যাপ্তি ও ছাত্রছাত্রীদের মধ্যে বইপড়ার আগ্রহ অনেক বেড়েছে। তেমনি সর্বসাধারণের কাছে গ্রামীণফোনের জনকল্যাণধর্মী ভাবমূর্তিও প্রতীয়মান হয়েছে। আমরা প্রত্যাশা করছি, এই সহযোগিতা অব্যাহতভাবে চলবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সমাজের স্বার্থে পরিবেশ, সমাজ ও সুশাসন (ইএসজি) নিয়ে কাজ করছে গ্রামীণফোন। এর আওতায় তরুণদের দক্ষতা বাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। অন্যদিকে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং মননশীল সমাজ গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। যার সঙ্গে গত ২০ বছর ধরে সম্পৃক্ত রয়েছে গ্রামীণফোন। এমন একটি পদক্ষেপের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং গ্রামীণফোনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।