ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ঢাবি ৯০-৯১ ব্যাচের সতীর্থদের উদ্যোগে শরবত বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ৪, ২০২৪
ঢাবি ৯০-৯১ ব্যাচের সতীর্থদের উদ্যোগে শরবত বিতরণ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ৯০-৯১ ব্যাচের সতীর্থদের উদ্যোগে টিএসসি সংলগ্ন সড়কে বিশুদ্ধ পানি, রুহ আফজা শরবত ও বিস্কুট আপ্যায়ন করানো হয়েছে। সাধারণ পথচারী, খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

 

রিকশাচালক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষ এতে অংশ নিয়ে খুশিতে আপ্লুত হয়ে পড়েন। প্রচণ্ড গরমে ঠাণ্ডা রুহ আফজা তাদের ক্লান্তি দূর করতে সহায়ক হয়। উদ্যোক্তারা জানান, এমন আরও উদ্যোগ নেওয়া হবে আগামীতে।

৯০-৯১ ব্যাচের সতীর্থদের মধ্যে দীপ্ত টিভির হেড অব নিউজ সিনিয়র সাংবাদিক এস এম আকাশ, গ্রুপের সমন্বয়কারী কলামিস্ট বোরহানউদ্দীন ইউসুফ, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক ফারজানা সুলতানা, পুলিশ সার্ভিসের সিনিয়র সদস্য ইলিয়াস কবীর, মাসুদা ইসমত পপি প্রমুখ উপস্থিত থেকে বিতরণ কাজে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।