ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

কর্পোরেট কর্নার

শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন ‘থ্যাংক ইউ ক্লেমন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মে ৭, ২০২৪
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন ‘থ্যাংক ইউ ক্লেমন’

ঢাকা: সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ‘ক্লেমন’ এর নতুন ক্যাম্পেইন শুরু করেছে। এ ক্যাম্পেইনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ফাস্ট বোলার শরিফুল ইসলাম ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট কাস্টিং হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।

তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিভাবান ক্রিকেট প্লেয়ার তৈরির পেছনে ক্লেমনের যে অবদান তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘ক্লেমন স্পোর্টস’ এর তত্ত্বাবধানে সারা বাংলাদেশে সাতটি ক্রিকেট একাডেমি পরিচালিত হচ্ছে। খালেদ মাসুদ পাইলট ক্লেমন স্পোর্টসের পরিচালনার দায়িত্ব পালন করছেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বোলার শরিফুল ইসলাম দুজনের ক্রিকেটের হাতে খড়ি ক্লেমন ক্রিকেট একাডেমিতে। এ একাডেমির মাঠ থেকে আজ তারা ক্রিকেট বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছে। পাশাপাশি শামীম পাটোয়ারী, মাহমুদুল হাসান জয় ও নাহিদ রানাসহ আরও অনেক প্রতিভাবান ক্রিকেটার তৈরি হচ্ছে বিশ্বের কাছে নিজের প্রতিভাকে তুলে ধরতে ক্লেমন ক্রিকেট একাডেমির মাধ্যমে।  

ক্লেমন ক্রিকেট একাডেমি টিভি বিজ্ঞাপন বর্তমান তরুণ প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। বর্তমানে সব দেশীয় টিভি চ্যানেলে টিভিসিটি সম্প্রচারিত হচ্ছে। এছাড়া ডিজিটাল মাধ্যমগুলোতে প্রোমোশন, মার্কেটে পয়েন্ট অব সেলস ম্যাটরিয়াল দেওয়া, অফ লাইন ক্যাম্পেইন ও প্রিন্ট মিডিয়া কার্যক্রম চালু রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ০৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।