ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

পর্দা নামল ফোটনের ঢাকা অটোমোটিভ শো’র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মে ২৬, ২০২৪
পর্দা নামল ফোটনের ঢাকা অটোমোটিভ শো’র

ঢাকা: জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা অটোমোটিভ শো-২৪।   রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে ২৩ মে শুরু হয়ে এ আয়োজন চলে শনিবার (২৫ মে) পর্যন্ত।

 

দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মোটরস এই শোতে বিশ্বের সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে এ আয়োজনে অংশগ্রহণ করে।

এই বছরের অটোমোটিভ শোতে এসিআই মোটরস ফোটন ব্র্যান্ড তাদের AumarkE সিরিজের দেড় টন ও তিন টনের দুটি পিকআপভ্যান উন্মোচন করে।  

আরও ছিল TM সিরিজের এক ও দুই টনের দুইটি পিকআপভ্যান। অটোমোটিভ শো উপলক্ষে এসিআই মোটরসের ফোটন ব্র্যান্ডের ছিল আকর্ষণীয় সব অফার।  

যেকোনো ক্রয়েই ছিল রেফ্রিজারেটর, স্মার্টটিভি, স্মার্টফোনের মতো আকর্ষণীয় সব উপহার। আরও ছিল দর্শনার্থীদের জন্য মনোরঞ্জন কার্যক্রম, গেম-শো এবং অন্যান্য আয়োজন। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল এসিআই মোটরসের প্যাভিলিয়ন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।