ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিকাশে ঝামেলাহীন একাদশ শ্রেণি ও সমপর্যায়ের ভর্তির আবেদন ফি পরিশোধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ২৭, ২০২৪
বিকাশে ঝামেলাহীন একাদশ শ্রেণি ও সমপর্যায়ের ভর্তির আবেদন ফি পরিশোধ

ঢাকা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও টেকনিক্যাল কারিকুলামে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি সহজেই বিকাশে প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন শিক্ষার্থীরা। প্রথম ধাপে ভর্তির ফি দিয়ে আবেদন করার পর নির্বাচিত শিক্ষার্থী পরবর্তী ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ফিও বিকাশ দিয়েই পরিশোধ করতে পারছেন।

 

বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের এ আবেদন করা শুরু হয়েছে ২৬ মে, যা চলবে ১১ জুন পর্যন্ত। এরপর আরও দুটি পর্যায়ে (২৪ জুন থেকে ৮ জুলাই ও ৯ থেকে ১৪ জুলাই) একইভাবেই আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বিকাশে ১৫০ টাকা আবেদন ফি দিয়ে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিতে পারবেন।  

একাদশে ভর্তির আবেদন ফি জমা দিতে অ্যাডমিশন ওয়েবসাইট https://xiclassadmission.com.bd/xiclassadmission-gov-bd/-এ লগ ইন করে সাইড মেন্যুতে ‘আবেদন ফি জমা দিন’ অপশনে ক্লিক করলেই পেমেন্ট গেটওয়ে অপশন আসবে। সেখানে ‘এসএসএলকমার্জ’-এ ক্লিক করে পেমেন্ট মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিং থেকে ‘বিকাশ’ সিলেক্ট করতে হবে। এরপর মোট প্রদেয় ফি পরিমাণ উল্লেখ করে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। পরে লেনদেনটি সম্পন্ন হয়েছে কনফারমেশন বার্তার নিচে থাকা ‘আবেদন জমা দিতে এগিয়ে যান’ অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।  

এদিকে টেকনিক্যাল-এ ভর্তিচ্ছুরা বিকাশ অ্যাপ থেকেই আবেদন ফি জমা দিতে পারছেন। অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি (BTEB) সিলেক্ট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে টেকনিক্যাল ভর্তির জন্য আবেদন করা যাচ্ছে। বিকাশ অ্যাপ থেকে ১৬২ টাকা আবেদন ফি দিয়ে ভর্তি আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। http://btebadmission.gov.bd/website/ - ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ২৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।